উন্নয়ন বাজেট পরিকল্পনায় স্থানীয় সংস্থার সম্পৃক্ততা জরুরি
জাতীয় উন্নয়নে ২০২৪ সালের প্রেক্ষাপট ও পরিবর্তনের আলোকে ২০২৫ সালের জাতীয় উন্নয়ন বাজেট পরিকল্পনায় স্থানীয় সমস্যা নিরূপন করার পাশাপাশি স্থানীয় উন্নয়ন সংস্থার সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। ‘উন্নয়নকর্মীদের উন্নয়ন সংলাপ ২০২৫’ শিরোনামে একটি ওয়েবিনারে একথা বলেন বক্তারা। ৪ জানুয়ারি (শনিবার) দেশের বিভিন্ন জেলার উন্নয়ন সংগঠনগুলোর অংশগ্রহণে এই সংলাপের আয়োজন করে পিএসডিআই কনসালটেন্সি।
সংলাপে অংশগ্রহণ করেন বান্দরবানের গ্রাম উন্নয়ন সংস্থার (গ্রাউস) নির্বাহী পরিচালক চাই সিং মং, রাঙামাটির প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, অ্যাসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী এবং প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, ঠাকুরগাঁওয়ের সার্ভিস ইমার্জেন্সি ফর রুরাল পিপলের (সার্প) প্রতিষ্ঠাতা পরিচালক হিমাংশু চন্দ তপন, ফেইথ ইন অ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, চুয়াডাঙ্গার প্রত্যাশা সামাজিক...