
বিএনসিসি ঢাকার বার্ষিক রেজিমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত
গত ২৬ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে, রমনা রেজিমেন্ট, বিএনসিসি, ঢাকা এর বার্ষিক রেজিমেন্ট ক্যাম্প ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে রমনা রেজিমেন্টের অধীন ০৫ টি বাটালিয়নের আওতাধীন ১২৬টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে সিনিয়র ও জুনিয়র ডিভিশনের সর্বমোট ৬৬২ জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।
নিয়মিত সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিএনসিসি ক্যাডেটগণ এই ক্যাম্পে ট্রাফিক ডিউটি সম্পর্কিত প্রশিক্ষণ, মাদকদ্রব্য এবং মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কিত প্রশিক্ষণ, ভূমিকম্পে আক্রান্ত জনগণকে উদ্ধারকরণের কৌশল এবং অগ্নিকান্ডে আহত জনগণকে উদ্ধারের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকান্ড যেমন: ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বিএনসিসি ক্যাডেটগণ অংশগ্রহণ করেন।
গত ৩ ফেব্রুয়ারি ক্যাম্পের সমাপনী প্যারেড, প্র...