
এটিজেএফবি’র বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হল ইউএস- বাংলা এয়ারলাইন্স
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি'র আয়োজনে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫। রান আয়োজনকে উৎসবমুখর করতে যুক্ত হল দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস- বাংলা।
ইউএস- বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম জানান, রানে পুরুষ, নারী ও ফান ক্যাটাগরীতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে ইউএস- বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা -মালদ্বীপ -ঢাকা, ঢাকা -ব্যাংকক-ঢাকা ও ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলের মাঝে সৌভাগ্যবান ৩ জনকে এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা -মালদ্বীপ -ঢাকা, ঢাকা -ব্যাংকক-ঢাকা ও ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট। তিনি জানান,দেশের পর্যটন শিল্পের বিকাশে যে কোন ভালো উদ্যোগে ইউএস- বাংলা পাশে থাকার চেষ্টা করে। এর...