
বর্ষবরণে ‘চিত্রাঙ্গদা’-ও দু’টি প্রদর্শনী
'বর্ষ আসুক বর্ষ যাক, থিয়েটার চিরসাথী থাক'- স্লোগানে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল নাট্যাভিনয়ে নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র দু'টি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১লা বৈশাখ ১৪৩২ অর্থাৎ ১৪ই এপ্রিল ২০২৫ সোমবার বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী দু'টি অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পা-ুলিপি অবলম্বনে। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়Ñ মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত...