পাহাড়ে কিশোরী, নারী ও মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলির সমন্বয় জরুরি: অংসুই প্রু চৌধুরী
কিশোরী নারী ও মাতৃ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পাহাড়ের দুর্গম এলাকায় সরকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমুহকেও কাজ করতে হবে। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে দুর্গম এলাকায় কাজ করা হলে তবে কিশোরী, নারী ও মা এর স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। এ লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ সকল প্রকার সহযোগিতা করা হবে। কথাগুলো বলেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। ৫ ডিসেম্বর সকাল ১১টায় রাঙামাটি জেলা পরিষদের হল রুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ’আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’ প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলে এগুলো শুধু শহর কেন্দ্রিক হলে হবে না, দুর্গম এলাকাগুলো চিহ্নিত করে সেখানে কাজ করতে হবে। প্রকল্পে জনবল নিয়োগ করা হলে...