অগ্নি দুর্ঘটনা রোধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
গত ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ প্রতিবছরের ধারাবাহিকতায় এই বছরও অগ্নি দুর্ঘটনা রোধে দেশের বিপিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিপিও/আউটসোর্সিং শিল্পের বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে । প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইন মাধ্যমে পরিচালনা করেন ফায়ার এন্ড সেফটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার ফয়সাল আহমেদ ।
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট অগ্নি দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে তাৎক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব এ ব্যাপারে সচেতনতা বাড়ানো ছিল প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য । “Crucial Factors of the Fire” শীর্ষক কর্মশালাটি প্রায় ৫৭ টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধির অংশগ্রহণে পরিচালিত হয়, যার মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপণ ...