
অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ
বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৫ সিরিজ বৈশ্বিকভাবে উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবনে নতুন অধ্যায় রচনা করেছে প্রতিষ্ঠানটি। সান হোসেতে গতকাল (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হয় স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ আয়োজন 'গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫।' স্মার্টফোন তৈরিতে শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে কী ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ফিচার যুক্ত করেছে অনুষ্ঠানে তা দেখানো হয়। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে স্মার্টফোন খাতে নতুন নজির স্থাপন করবে প্রতিষ্ঠানটি, স্মার্টফোনের ব্যবহার হবে আরও স্বাছন্দ্যদায়ক।
'গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫' আয়োজনের মূল আকর্ষণ ছিল গ্যালাক্সি এস২৫ সিরিজের তিনটি বহুল আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন – গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। প্রতিটি মডেলেই ব্যবহার করা হ...