
অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে-প্রধান তথ্য অফিসার
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের যেমন স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তাদের একইরকম অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সর্বক্ষেত্রে তরুণদের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তারুণ্যের উৎসব বিষয়ে তথ্য অধিদফতর ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে নিজামূল কবীর জানান।
সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আজ ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান তথ্য অফিসার সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ...