বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক আয়োজিত “মিট অ্যান্ড গ্রিট”

অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক আয়োজিত “মিট অ্যান্ড গ্রিট”

অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক আয়োজিত “মিট অ্যান্ড গ্রিট”

জাতীয়, শিরোনাম
সম্প্রতি সিডনীতে অনুষ্ঠিত হয়ে গেলো " অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক " আয়োজিত প্রথম মিট এন্ড গ্রিট অনুষ্ঠান। নিউ সাউথ ওয়েলসনিবাসী ডাক্তার, ডেন্টিস, ফার্মাসিট, নার্স, সাইকোলোজিস্ট, ডায়েটেশিয়ান, ফিজিওথেরাপিস্ট, একাডেমিক, মেডিকেল এডমিন তথা সকল এলাইড হেলথ প্রোফেশনালরা মিলে এই নতুন প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করলো। অনুষ্ঠানটি আয়োজিত হয় সিডনীর হান্টারস হিল টাউন হলে। বিকাল ৪.৩০ এ অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০.৩০ পর্যন্ত৷ বৈশাখী আবহে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় আড়াইশো অতিথি, যাদের মধ্যে ছিলেন ১৩২ জন ছিলেন হেলথ প্রফেশনাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা : সত্যজিতৎ দত্ত ও ডা : মাহবুবা খানম মুক্তা । তারা এই সংঘঠনটির সময়োপযোগীতা, প্রয়োজনীয়তা ও কার্যক্রম আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন । অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন ড...