রবিবার, এপ্রিল ২৭Dedicate To Right News
Shadow

Tag: আইএসডি’র বার্ষিক সুইমিং গালা অনুষ্ঠিত

আইএসডি’র বার্ষিক সুইমিং গালা অনুষ্ঠিত

আইএসডি’র বার্ষিক সুইমিং গালা অনুষ্ঠিত

শিক্ষা, শিরোনাম
শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শনে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)’র বার্ষিক অনুষ্ঠান ‘সুইমিং গালা’ অনুষ্ঠিত হয়েছে। নিজেদের মধ্যে একাত্মবোধ জাগ্রত করা ও সাঁতারের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুলের কর্মীদের অংশগ্রহণে ২২ মে এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা স্ট্রোকস, ফ্রিস্টাইল, মিক্সড রিলে-সহ সাঁতারের ভিন্ন ভিন্ন কৌশলে তাদের পারদর্শিতা প্রদর্শন করেন। এছাড়া শিক্ষক ও অভিভাবকরা র‍্যাফট রেস ও রিলে সুইমে অংশগ্রহণ করেন। সাঁতারের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনন্য অর্জনগুলোকে উদযাপনে এবারে দ্বিতীয় বছরের মত আইএসডি’র লোয়ার প্রাইমারি শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাঁতারের পূর্ব অভিজ্ঞতা বিবেচনায় না নিয়ে স্কুলের সকল শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেয় আইএসডি।  আইএসডি’র শারীরিক শিক্ষা (পিই) কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হল স্কুলটির সুইমিং ...