
আজ “জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আজ ৬ এপ্রিল 'জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫' উদযাপিত হতে যাচ্ছে। তারুণ্যের শক্তি ধারণ করে 'জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫' উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্যঃ ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’।
আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সাথে সামঞ্জস্য রেখে এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য "তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” নির্ধারণ করা হয়েছে। খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। দেশ বদলের প্রত্যয়ে গঠিত বর্তমান অন...