বৃহস্পতিবার, জুন ১২Dedicate To Right News
Shadow

Tag: আজ থেকে দীপ্ত টিভিতে “ফ্যাশন ক্যানভাস”

আজ থেকে দীপ্ত টিভিতে “ফ্যাশন ক্যানভাস”

আজ থেকে দীপ্ত টিভিতে “ফ্যাশন ক্যানভাস”

বিনোদন, শিরোনাম
ফ্যাশন হচ্ছে একটা যুগধর্মী স্টাইল। যা মানুষের রুচিবোধকে প্রকাশ করে । হালের ফ্যাশন কালচার এবং ফ্যাশন স্টাইলকে তুলে ধরাই হচ্ছে এই শো এর মূল উদ্দেশ্য। মূলত এটি একটি লাইফ স্টাইল শো, যা দেশের জনপ্রিয় সব ফ্যাশন হাউজ গুলোর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা হয়েছে। ফ্যাশন ক্যানভাসের বিভিন্ন্ পর্বে থাকছে বিশ্বরঙ, বিবি প্রোডাকশনস, কে ক্রাফট, কেটস আই, দেশাল, খুঁত, এনিগমা বাই মলি এবং জেভার বাই ফয়সাল তুষার এবংসামার বাই সানজিদা। এই অনুষ্ঠান ডিজাইন করা হয়েছে তিনটি ধাপে । কখন কোন সময়ে কি ধরনের পোশাক, অর্নামেন্টস, এমনকি মেকাপ করবেন তার বৃত্তান্ত থাকবে এই শো জুড়ে। সেখানে পোশাকের ডিজাইনের উপর শুনবো ডিজাইনারের ভাবনার কথা, কেমন করে এই পোশাকের চিন্তা এলো, কোন সময়ে কি ধরনের পোশাকের ব্যবহার হবে তা নিয়েও থাকবে কথা। পাশাপাশি থাকছে আরো নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা। দ্বিতীয় ধাপে যুক্ত হবে অর্নামেন্টের নান্দনিক ডিজাইন এবং তার ...