
আজ থেকে মাছরাঙা টেলিভিশনে “অনলাইন অফলাইন-সিজন ২”
চার বছর আগে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। তিনশতাধিক পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। দর্শকদের চাহিদার কারণে এবার এই ধারাবাহিকের সিজন ২ পর্দায় আনছে মাছরাঙা টেলিভিশন। আজ ২৪ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হচ্ছে এই সিজন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হবে এটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী ইসলাম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুন প্রমুখ।
গত নাটকের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিলো তার ভেতর সবথেকে বড় নাম কনা। এই গল্পের শুরুতেই কনা ফিরে আসে। ফিরে এসেই কনা রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সাথে দেখা হয় তার। র...