আজ থেকে শুরু হচ্ছে দেশীয় ই-কমার্স এর “১০-১০” উৎসব
আজ ১০ অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব "১০-১০" শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠিত দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে ২০ দিনব্যাপী এই উৎসবে। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের "১০-১০" এর স্লোগান "জেনে, শুনে, বুঝে - শপিং করুন অনলাইনে"।
ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই বছরের "১০-১০" আয়োজন গ্রাহক সচতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানসমূহ গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ডেলিভারী চার্জ ফ্রি সহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া প্রতিষ্ঠানগুলো নিরাপদ ই-কমার্সের প্রসারের লক্ষ্যে ই-কমার্স সংক্রান্ত বিভিন্ন ইতিবাচক প্রচারণরায় অংশ নেবে বলে জানিয়েছে।
উৎসবের সাথে জড়িত সবগুলো প...