আনন্দের গানে বাবু-সালমা
ফজলুর রহমান বাবু ও সালমার দ্বৈত কন্ঠে এর আগে শ্রোতারা গান শোনেননি। এবারই প্রথম তারা একসাথে কন্ঠ দিলেন 'সখি' শিরোনামের একটি গানে। সুলতান এন্টারটেইনমেন্ট থেকে গানটি সম্প্রতি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, শ্রোতারা চমৎকার সুরের গান পছন্দ করেন। এই গানটির সুর ও কথা আমার খুবই ভালো লেগেছে, স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
সালমা বলেন, বাবু ভাইয়ের সংগে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালো লাগার মতো একটি গান 'সখি'।
গীতিকবি তারেক আনন্দ বলেন, দুজনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন।...