
আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেক হাসপাতালে উপদেষ্টা আদিলুর রহমান খান
গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে আজ সোমবার বিকালে (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রি. জে. আসাদুজ্জামান, ডা. নুরুল ইসলামসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
উপদেষ্টা আদিলুর রহমান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোজ খবর নেন।...