আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বরিশাল জেলা শাখার আট দফা দাবিনামা উপস্থাপন
ক্যাডার যার মন্ত্রণালয় তার, উপসচিব পদে বিদ্যমান কোটা বিলোপ ও সকল ক্যাডারের মধ্যে সমতার বিধানসহ আট দফা দাবিনামা উপস্থাপন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বরিশাল জেলা শাখার কর্মকর্তারা।
শনিবার (২৬ অক্টোবর) বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবিনামা উপস্থাপন করেন।
পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক ও বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ সোহরাব হোসেন হাওলাদার। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি ক্যাডারের মোঃ খায়রুল ইসলাম মল্লিক , শিক্ষা ক্যাডারের মোঃ মাসুম বিল্লাহ , স্বাস্থ্য ক্যাডারের মোঃ মাজহারুল রেজোয়ান, সমবায় ক্যাডারের মোঃ মোস্তফা, তথ্য বেতার ক্যাডারের মোঃ জাহিদ হোসেন । সভায় বিভিন্ন ক্যাডারের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আট দফা দাবিনামার প্রথম ...