আবারো হিন্দী গানে কন্ঠ দিলেন গগন সাকিব (ভিডিও)
আবারো হিন্দী গানে কন্ঠ দিলেন গগন সাকিব। গগন সাকিব অফিশিয়াল এর ব্যানারে মুক্তি পেয়েছে নতুন গান তু আচ্ছি না। গানের কথা লিখেছেন শোয়েব হাশমি। গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। এইচএম হাসনাইন এর পরিচালানায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন গগন সাকিব ও অস্পর্শী। নতুন গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘আগের হিন্দী গানটিতে প্রচুর সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় এবারে গানটি করা। আশা করছি শ্রোতারা সেটি পছন্দ করবেন।’ এর বাইরে ঈদকে সামনে রেখে একাধিক ইউটিউব চ্যানেলে গগন সাকিবের প্রায় অর্ধ ডজন গান মুক্তি পাবে বলে জানা গেছে। লিংক:https://youtu.be/RXqMAqn0eAs...