রবিবার, মার্চ ২৩Dedicate To Right News
Shadow

Tag: আর্ট অব গিভিং এর ১১তম বার্ষিকীতে “সহায়কদের সহায়তা”

আর্ট অব গিভিং এর ১১তম বার্ষিকীতে “সহায়কদের সহায়তা”

আর্ট অব গিভিং এর ১১তম বার্ষিকীতে “সহায়কদের সহায়তা”

শিক্ষা, শিরোনাম
কৃতজ্ঞতা ও প্রশংসার অসাধারণ হৃদয়গ্রাহী অনন্য উদ্যোগ হিসেবে বাংলাদেশে ‘আর্ট অফ গিভিং’ সম্প্রদায় দেশের বিভিন্ন কসমোপলিটন শহরে একযোগে "সহায়কদের সহায়তা " উদ্যোগটি সফলভাবে সম্পাদন করেছে। ইন্টারন্যাশনাল আর্ট অফ গিভিং ডে-এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে, সমাজে নীরব অবদানকারীদের কাছে ভালবাসার একটি খাবারের ব্যাগ হস্তান্তর করা হয়েছিল যারা আমাদের সমাজকে অক্লান্তভাবে সহায়তা ও সমর্থন করে এবং আমাদের কার্যক্রমের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করে চলেছে। দান এবং ভাগাভাগি করে নেওয়ার আনন্দ উদযাপনের মধ্য দিয়ে প্রতি বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল আর্ট অফ গিভিং ডে । এবছর, এদিনটিতে সেইসব ব্যক্তিদের স্বীকৃতি এবং সম্মান করা হয় যারা নিঃস্বার্থভাবে আমাদের সামগ্রীক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তাদের সর্বোচ্চ সামর্থ্যকে উৎসর্গ করে। সুখের খাবারের ব্যাগ বিতরণ তাদের হৃদয়ে অপরিসীম আনন্দ এবং তৃপ্তি এনে দেয়। প্রাপকরা, যার...