বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: আলোচনায় শিল্পী মৌসুমী মৌ

আলোচনায় শিল্পী মৌসুমী মৌ

আলোচনায় শিল্পী মৌসুমী মৌ

বিনোদন, শিরোনাম
ঈদের আগে উর্বশী গানের সিঁড়ি থেকে প্রকাশিত ‘চুম্বক চুম্বক প্রেম’- গান নিয়ে দারুণ আলোচনায় এখন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী মৌসুমী মৌ। গানটির কথা ও সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার প্লাবন কোরেশী। সংগীত আয়োজন করেছেন জিঙ্গেল গুরু রিপন খান। ঈদের আগে আরো তিনটি মৌলিক গান প্রকাশ পায় তার। মোল্লা জালালের কথা ও সুরে, মান্নান মোহাম্মদের সংগীত আয়োজনে ত্রিতাল মিউজিক থেকে প্রকাশিত হয় 'কি এমন দোষ করেছি’, জসীমের কথা ও সুরে সংগীতা থেকে বের হয় ‘পিরিতের আঠা’ এবং লন্ডনপ্রবাসী ড. সোহেল মাসুদের কথা ও সুরে রেইন মিউজিক থেকে রিলিজ হয় ‘অনুরাগের বীণা’। অপেক্ষায় আছে আরো কিছু মৌলিক গান, যা প্রকাশিত হলে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে বলে তার ধারণা। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে সলো মিক্সড মিলিয়ে প্রায় ২০টি এ্যালবাম বাজারে রয়েছে তার। ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বলতা ফরিদপুরের মেয়ে মৌসুমী মৌ'র। গানে হাতেখড়ি নানা ...