
আসছে ধ্রুব মিউজিক আমার গান
অবশেষে আসছে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের সেরা গানগুলো। গানগুলো প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বিজয়ী প্রতিযোগীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গান প্রকাশের উদ্বোধনী আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানিয়েছেন আগামী ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) থেকে পর্যায়ক্রমে গানগুলো ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশ পাবে দেশি ও আর্ন্তজিাতিক একাধিক অ্যাপএ।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জনপ্রিয় সব শিল্পীদের পাশাপাশি নতুন এবং প্রতিভাবানদের নিয়ে কাজ করছে। এতে করে একজন প্রতিভাবান যেমন নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন, সেই সঙ্গে দেশে সংগীতাঙ্গন পেয়েছে নতুন কণ্ঠশিল্পী। সেই ভাবনা থেকেই ব্যতিক্রমী এক প্রভি...