
আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ
দেশের বাজারে আসছে স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন ডিভাইস ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’। নতুন এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে আইকনিক স্টুডিও হারকোর্ট ফিচার। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অনার ২০০ সিরিজের স্মার্টফোনে থাকবে এই ফটোগ্রাফি স্টুডিও। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করতেই স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন এই ফটোগ্রাফি ফিচার সংযোজন।
স্টুডিও হারকোর্ট সম্পর্কে সংক্ষেপে ধারনা নেয়া যাক- স্টুডিও হারকোর্ট হলো একটি ফটোগ্রাফি স্টুডিও যা ১৯৩৩ সালে প্যারিসের রু ক্রিস্টোফ-কলম্বে ১১-এ কসেট হারকোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৪ সালে তিনি হারকোর্ট স্টুডিও খুঁজে পেতে ল্যাক্রোইক্স ভাই, প্রেস বস এবং নিনা রিকির ছেলে রবার্ট রিকির সঙ্গে বাহিনীতে যোগ দেন। এটি মূলত চলচ্চিত্র তারকা এবং সেলিব্রিটিদের কালো-সাদা ফটোগ্রাফের জন্য বি...