
ইউএপিতে ডিস্টিংগুইশড লেকচার সিরিজ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) এবং ক্লাব অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং (সিএফএ) আজ রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর গ্রীন রোডস্থ ইউএপি মিলনায়তনে “বাংলাদেশের উন্নয়ন যাত্রা: অর্জন, চ্যালেঞ্জ এবং সুযোগ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং বিশেষ অতিথি ছিলেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
প্রধান বক্তা ড. সেলিম জাহান তার বক্তব্যে বলেন, দেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সামগ্রিক উন্নয়ন এখনো অর্জিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বৈষম্যের কারণে একটি শ্রেণি রাষ্ট্রের কোষাগারকে নিজেদের সম্পদ হ...