ইউএস-বাংলার আকর্ষণীয় অফার “হোটেল ফ্রি”
দেশকে জানা আর বিদেশকে চেনার উপলব্ধি থেকেই মানুষ দেশ-বিদেশ ঘুরে বেড়ায়। আর সেই ঘুরে বেড়ানোকে সহজ সাধ্য করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে কক্সবাজার এবং আন্তর্জাতিক পরিমন্ডলে মালদ্বীপ, ব্যাংকক ও কলকাতায় আকর্ষণীয় অফার ঘোষণা করেছে।
শীতের আগমনে দেশীয় পর্যটকরা দেশ বিদেশ ভ্রমণে নানা পরিকল্পনা সাজিয়ে নেয়। সেই পরিকল্পনাকে সহজলভ্য করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপ ভ্রমণকে আকর্ষণীয় করার জন্য ২টি টিকেট কিনলেই ২ রাত হোটেলে ফ্রি থাকার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। নয়নাভিরাম নীলাভ মালদ্বীপের সৌন্দর্য উপভোগের জন্য নূন্যতম ৪৮,৫০০ টাকার প্যাকেজে থাকছে ঢাকা থেকে মালদ্বীপের রিটার্ণ এয়ার টিকেট, এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা আর বুফে ব্রেকফাস্ট। মালদ্বীপ প্যাকেজের অন্তর্ভূক্ত হোটেলগুলো হচ্ছে আইকম ম্যারিনা সি ভিউ, ট্রিটন বিচ হোটেল অ্যান্ড স্পা, হোটেল এরিনা বিচ ও হোটেল কানি গ্র্যান্ড।
থাইল্যা...