ইউল্যাবে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ “এনটেঙ্গলড ইংলিশেজ ইন ট্র্যান্সলোকাল স্পেসেস” শিরোনামে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। গত ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের এ সম্মেলনটি আয়োজন করে ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ও ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগ।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষান্ত্রী ডা. দীপু মনি, এমপি। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি। সম্মেলনের মূল আলোচক ছিলেন, ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনির এমিরেটাস প্রফেসার, বিখ্যাত সামাজিক ভাষাতাত্ত্বিক ...