ইউল্যাবে ‘১৯৪৭ সালের দেশভাগ নিয়ে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র বিষয়ক বক্তৃতা’
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি) একুশে পদকপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘আমার চলচ্চিত্রে ১৯৪৭’ শীর্ষক বক্তৃতার আয়োজন করেছে (করে) মঙ্গলবার, ৬ ডিসেম্বর সকাল ১১.৩০, বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এ। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তিনি চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা ও সংরক্ষণ করার গুরুত¦ উল্লেখ করবার পাশাপাশি চলমান সময়ে মিডিয়ার গতিশীলতার এবং সমাজে-সংস্কৃতিতে মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন।
চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এর পরিচালক তানভীর মোকাম্মেল তাঁর বক্তৃতায় ১৯৪৭ সালের দেশভাগ কেনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এটি কিভাবে আমাদের দেশের ভূমি, রাজনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে সেই দিকটি আলোচনায় তুলে ধরেন। বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্...