ইতালিতে পুরস্কার অর্জন করলো ‘ময়না’
ইতালীর গলফ অফ নেওপাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে আলিমউল্যাহ খোকন প্রযোজিত, মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "ময়না"।
গত ১১ জুন হতে ১৪ জুন ইতালীর নেওপাল উপসাগরের সৈকতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসবের ১০ম সংস্করন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে স্থান পায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "ময়না"।
সারা পৃথিবীর চলচ্চিত্র থেকে সিলেকশন কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। জুরীগন সবগুলি সিনেমা দেখে বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষনা করেন। বাংলাদেশের "আই ওয়ান্ট টু বি মাদার" (ময়না) "স্পেশাল মেনশন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র" পুরস্কার অর্জন করেছে।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে পুরস্কার অ...