
ইতালীর গলফ অব নেপলস উৎসবে এশিয়ার একমাত্র সিনেমা “ময়না”
ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের ১০ম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনিত হয়েছে বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত "ময়না" ( I want to be Mother)।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিম উল্যাহ খোকনের কাহিনী ও প্রয়োজনায় "ময়না" সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চভিলাসী একটি মেয়ের বেড়ে উঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলি ফুটে উঠেছে ময়না চলচ্চিত্রে।
ময়না সিনেমাতে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহামান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সিমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ...