ইমনের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইলেন কেশব
'তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো'- বাঙালির অতি পরিচিত এ গানের শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইলেন কেশব রায় চৌধুরী। ‘পুরানো সেই দিনের কথা’ গানটির নতুন করে সংগীতায়োজন করছেন তরুণ গায়ক ও সঙ্গীত পরিচালক কিশোর দাস।
জানা গেছে, এ বছরের মার্চে গানটির ভিডিও শুটিং হলেও করোনা মহামারির কারণে এতোদিন তা প্রকাশ হয়নি। অবশেষে গত শনিবার গানটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে।
ইমন চত্রবর্তী জানান, এই গানের সংগীতায়োজক কিশোর আমার সঙ্গে যোগাযোগ করেন। ওর সঙ্গে আমার আগে থেকেই আমার পরিচয়, তার ওপর পূর্ণ আস্থা ছিল।
সহশিল্পী কেশব রায় চৌধুরী সম্পর্ক ইমন বললেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি সংগীত ভালোবাসেন। তিনি যে পেশায় আছেন, সেখান থেকে গান করা খুবই কঠিন। ব্যাপারটিকে আমি ভীষণ সম্মানের চোখে দেখছি। যখন কেশবদার কণ্ঠ শুনলাম, এরপর অ্যাপ্রোচ—সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগ...