
ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) ৩৭তম অন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করে।
মানুষের নির্দেশগুলো কম্পিউটারের নিজস্ব ও বোধগম্য ভাষায় অনুবাদ করে কম্পিউটারকে দিয়ে ইচ্ছেমত কাজ করানোর প্রক্রিয়াই হলো প্রোগ্রামিং। এ কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের কৌশল শিখতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের বিকল্প খুব কম আছে। নিজেদের সব শিক্ষার্থীকে এ বিষয়টি সঠিকভাবে শেখাতে ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়মিতভাবে প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
চ্যাম্পিয়ন হয়েছে -ইইউ ড্রাগন। এই দলের সদস্যরা হলেন আহসান আমিন, আবদুল কাইয়ুম ও রাজু মোল্লা। প্রথম রানারআপ হয়েছে- আমরা তিনজ...