ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসব
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসব হবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। জমকালো এই অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া যাবে সেরা বাংলাবিদকে। যিনি পাবেন ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি।
দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ পাবেন তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন পাবেন একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার বই ও আলমারি। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে চ্যানেল আই।
এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ত্রপা মজুমদার। এছাড়াও বিভিন্ন সময়ে অতিথি বিচারক হিসেবে খ্যাতিমানরা উপস্থিত ছিলেন।...