
ই-সিগারেট নিষিদ্ধে প্রজ্ঞাপনের দাবীতে অর্ধশতাধিক সংগঠনের অবস্থান
কিশোর-তরুণদের নেশাগ্রস্ত করতে তামাক কোম্পানির নতুন মরণাস্ত্র ‘ই-সিগারেট’ নিষিদ্ধে পদক্ষেপের জন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও সিদ্ধান্ত বাস্তবায়নে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারীর দাবী জানিয়েছে অর্ধশতাধিক তামাক বিরোধী সংগঠন। ৩০ ডিসেম্বর ২০২৪ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক কর্মসূচি থেকে এ দাবী জানানো হয়।
কর্মসূচিতে প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটিএফকে’র গ্রান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া, ডাস’র টিম লিড আমিনুল ইসলাম বকুল, উন্নয়ন সমন্বয়’র হেড অব প্রোগ্রাম মো. শাহিন-উল-আলম, অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, ঢাকা আহসানিয়া মিশন এর প্রকল্প সমন্বয়ক শরিফুল আলম, টিসিআরসি-ডিআইইউ এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা জামান লিজা, মানস’র প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত, নারী মৈত্রী’র প্রকল্প সমন্বয়কারী নাসরীন আক্তার, ...