
ঈদে আসছে ‘ময়ূরাক্ষী’
ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন ছবিটির নির্মাতা। তিনি জানান, ছবিটির গান, গল্প, অভিনয় সবকিছুই ভালো লাগবে মানুষের।
১৫ জুন শনিবার সন্ধ্যায় ঢাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্মাতা রাশিদ পলাশ।
এ বছর ঈদ-উল-আজহা উপলক্ষে ১৭ জুন মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা রাদিশ পলাশ পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ময়ূরাক্ষী’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা রাশিদ পলাশ, নায়িকা ববি, চিত্রনায়ক সুদীপ, ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী, ছবিটির প্রযোজক চৌধুরী নিজাম নিশো, নির্বাহী প্রযোজক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন, অভিনেত্রী সাদিয়া মাহি, মানিক শাহসহ অনেকেই।
সংবাদ সম্মেলনে ববি বলেন, ‘ছবির প্রতিযোগিতা থাকবেই। যে ছবিগুলো ঈদে মুক্তি পায় তার টেষ্ট একেকটার একেক ধরনের। গল্পও আলাদা। দর্শকরা হলে গিয়ে ‘ময়ূরাক্ষী’দেখে আমার বিশ্বাস বিভিন্ন টেষ্ট পাবে।’
তি...