ঈদে এস এম রুবেল রানার দুই ধারাবাহিক
এবারের ঈদুল ফিতরের তরুণ নাট্যনির্মাতা এস এম রুবেল রানা পরিচালিত দুটি বিশেষ ধারাবাহিক দেখা যাবে। দুটি ধারাবাহিকই প্রদর্শনীর অপেক্ষায়। এরমধ্যে ‘শ^শুরবাড়ি ঈদের হাড়ি’ শিরোনামের বিশেষ ধারাবাহিকটি দেখানো হবে একুশে টেলিভিশনের পর্দায়। জাহিদ বাবুলের রচনায় ধারাবাহিকটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত দেখা যাবে। এতে অভিনয় করেছেন, লারা লোটাস, আশিক চৌধুরী, সেলিম রেজা, আইনুন পুতুল, নিলা ইসলাম, জামাল রাজা, তাবাসসুম মিথিলা প্রমুখ। চ্যানেল নাইনে ঈদের বিশেষ ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘নায়িকার মা এখন নায়িকা’। সুপার এই কমেডি ধারাবাহিক নাটকটি চাঁদ রাত থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত চ্যানেল নাইনে প্রচারিত হবে।
সজীব চিশতীর রচনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন, চিত্রলেখা গুহ, রত্না, সাব্বির আহমেদ, মুকিত জাকারিয়া, হাসান জাহাঙ্গীর, বাহার, আনোয়ার হোসেন, সেলিম রেজা প্রমুখ।
নির্মাতা এস এম রুবেল রানা বলেন, ঈদ মানে খুশি-আনন্দ। ...