ঈদে ‘চমক’ নিয়ে আসছেন সাজু খাদেম
ঈদ আর আনন্দমেলা—শব্দ দুটি যেন সমার্থক। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রতি ঈদেই নানা ধরনের আয়োজন নিয়ে সাজানো হয়। বড় চমক থাকে উপস্থাপনায়।
এবার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেমের সঙ্গে 'চমক' হিসেবে ঈদ আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। নবদম্পতি সাজু ও চমকের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ নিতে এসে বিভিন্ন অঙ্গনের তারকারা কী করেছেন—সেটাই একসূত্রে গাঁথা হয়েছে অনুষ্ঠানে।
দেশের প্রথিতযশা তারকাদের পাশাপাশি তরুণ তারকা-শিল্পীদের অংশগ্রহণ থাকছে এবারের আনন্দমেলায়। শোনা যাবে সংগীতশিল্পী শফি মন্ডল, কনা, আতিয়া আনিসা ও মাহতিম শাকিবের গান। থাকবে জলের গানের পরিবেশনা।
চিত্রনায়িকা পূজা চেরীর নৃত্য ছাড়াও জনপ্রিয় অভিনয়শিল্পী আবুল হায়াত, মামুনুর রশীদ, দিলারা জামান এবং ওয়াহিদা জলির অংশগ্রহণে রয়েছে বিশেষ পর্ব। এ ছাড়া বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন অভিনে...