ঈদে স্টার সিনেপ্লেক্সে ৩ ছবি
ঈদ উপলক্ষে আগামীকাল ১৪ জুন শুক্রবার একসঙ্গে তিনটি ছবি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’। উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ ছবি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। এছাড়া অন্য সিনেমাগুলো হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপার ন্যাচারাল হরর ছবি ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমে সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’। ছবিগুলো দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে তিনি মনে করেন।...