
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল ‘এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫’
উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মত উদযাপিত হল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর আয়োজনে 'এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫'। ১৬ই মে শুক্রবার ঢাকার গুলশানের ক্লাব ৮৯-এ অনুষ্ঠিত এই আয়োজন এনডিএফ বিডি'র ২২ বছরের পথচলার সারথীদের মিলনমেলায় রূপায়িত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ব্লু' অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক সভাপতি এবং জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, এনডিএফ বিডি'র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে এই আয়োজনের শুরুতেই জুলাই-বিপ্লব-এ শহীদ এবং প্রয়াত বিতার্কিকদের স্মরণে নিরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে অভিনন্দন জানান অনুষ্ঠানের আহবায়ক, এনডিএফ বিডি'র অ্যালামনাই এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো)'র প্রতিষ্ঠাতা সম্পাদক রাজন।
এরপরই শুরু হয় এনডিএফ বিডি'র দেশসেরা বিতর্কবোদ্ধাদের স্মৃতিচারণ পর্ব। এই পর্বে...