উৎসব ও ভ্রমণ সহজ করে দিচ্ছে ভিভো
চলে এসেছে শীতের মৌসুম। সাথে এনেছে অনেক অনেক ছুটি আর উৎসব। বেড়াতে যাওয়া, বিয়ে শাদীর রঙিন দিনগুলোতে মেতে থাকার সময় এসেছে। স্মৃতিগুলো ধরে রাখা, উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দকে বাড়িয়ে দিতে স্মার্টফোন ভিভো নিয়ে এসেছে বিভিন্ন প্রযুক্তি।
প্রযুক্তির ছোঁয়ায় উৎসবের গল্প লিখুন
উৎসবের ঝলমলে দিন হোক বা জাঁকজমকের রাত—সব স্মৃতিই ভিভো স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ুক অসাধারণভাবে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স ব্যবহার করে স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। ভিভো ভি৪০ লাইটে পোর্ট্রেট ফটোগ্রাফ তোলার জন্য রয়েছে আইকনিক এআই অরা লাইট। সেইসাথে এআই ইরেজ ফিচার ব্যবহার করে ছবি থেকে অবাঞ্ছিত অংশ মুছে দিতেও পারদর্শী ভিভো ভি৪০ লাইট।
লম্বা সময়ের সঙ্গী হোক
ভ্রমণে স্মার্টফোনের চার্জ নিয়ে চিন্তা থাকাটা স্বাভাবিক। তবে ভিভো ওয়া...