এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ওয়াশিং মেশিন নিয়ে এল স্যামসাং
দেশের বাজারে নতুন দু'টি ওয়াশিং মেশিন নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিকস। কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ডটি এ ওয়াশিং মেশিনগুলোতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার যুক্ত করেছে,
নতুন মডেলের মধ্যে রয়েছে ৯ কেজি ধারণক্ষমতার এআই মডেল ডব্লিউডব্লিউ৯০টি৫, যেটাতে যুক্ত করা হয়েছে এআই+ইকোবাবল+অ্যাডওয়াশ সুবিধা। এ মেশিনের এআই ইকোবাবল ফিচার কম তাপমাত্রায় বেশি বুদবুদ তৈরি করে, যা কাপড়ের সঠিক যত্ন নিবে ও কাপড়কে করবে আরও পরিষ্কার। 'অ্যাড ওয়াশ' অপশন থাকায় ব্যবহারকারীরা সহজেই ওয়াশিং সাইকেলের মধ্যেই আরও কাপড় বা ডিটারজেন্ট/সফটনার যোগ করতে পারবেন। অত্যাধুনিক এই হোম অ্যাপ্লায়েন্সটি ইনক্স রঙে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা ওয়াই-ফাই ব্যবহার করে যেকোনো স্থান থেকে এ ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
অন্য মডেলটির নাম ডব্লিউডব্লিউ৮০এজি। স্টিম ওয়াশ মেশিনটিতে রয়েছে ইকোবাবল, হাইজিন স্টিম ও কুইক ওয়াশের মতো দা...