বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

Tag: একসঙ্গে আসিফ আকবর ও ইমরান মাহমুদুল

একসঙ্গে আসিফ আকবর ও ইমরান মাহমুদুল

একসঙ্গে আসিফ আকবর ও ইমরান মাহমুদুল

বিনোদন, শিরোনাম
দেশের সংগীতাঙ্গনে শীর্ষ তারকা আসিফ আকবর। ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তার গাওয়া গান যেমন শ্রোতাপ্রিয়তা পেয়েছে তেমনি অন্যদের গাইয়েও সফল এ তারকা। এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা যেমন দৃঢ় সেই সাথে দু'জন দুজ'নার কাজের প্রতি মুগ্ধতাও অনেক। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন এই দুই তারকা। এবার দেশের সঙ্গীতের দুই নক্ষত্রকে একীভুত করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে এই দুই তারকার গান। ইতোমধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি। বিষয়টি নিয়ে আসিফ ও ইমরানের অগণিত ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে 'মন জানে' শিরোনামের গানটির ...