শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

Tag: একুশে বইমেলায় আরিফ মজুমদারের ‘চতুর্দিকে খুনি’

একুশে বইমেলায় আরিফ মজুমদারের ‘চতুর্দিকে খুনি’

একুশে বইমেলায় আরিফ মজুমদারের ‘চতুর্দিকে খুনি’

শিরোনাম, সাহিত্য
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন গল্পগ্রন্থ 'চতুর্দিকে খুনি'। গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে সূর্যোদয় প্রকাশন থেকে ( স্টল নম্বর- ১৫০ )। রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে গল্পগ্রন্থটি। 'চতুর্দিকে খুনি' গল্পগ্রন্থটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। মুদ্রিত মূল্য ২০০ টাকা। আরিফ মজুমদারের লেখা পাঠকপ্রিয় উপন্যাস- 'দুই জীবনের দহন' ও 'অনাকাঙ্ক্ষিনী'। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজধানী ঢাকায় জীবনযাপন হলেও জন্মস্থান চাঁদপুর সদর। তার শৈশব ও কৈশোর কাটে গ্রামের শ্যামল-সবুজ পরিবেশে। সাহিত্যের বই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। আরিফ মজুমদারের লেখায় মানবমনের আনন্দ-বেদনা, মধ্যবিত্তের টানাপোড়েন, গ্রাম বাংলার সমাজ-বাস্তবতার চিত্র...