
একুশে বই মেলায় ১১ দিনে ৭২০ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান কার্যক্রম এবার অমর একুশে বই মেলায় নতুন মাত্রা যোগ করেছে। এ সেবা গ্রহণে মেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই মেলার ১০৮৯ ও ১০৯০ নাম্বার স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী গত ০১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৭২০ জন একুশে বই মেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এর নির্দেশে একুশে বই মেলায় এবছর প্রথম বারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
এ সেবা প্রদানের জন্য সংস্থাটি এবার বই মেলার ১০৮৯ ও ১০৯০ নাম্বার স্টল বরাদ্দ নিয়েছে। এ দুটি স্টল থেকে ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করছেন লিগ্য...