গাজীপুরে এক্স লিও পুনর্মিলনী
"সম্মান, ভালোবাসা এবং সব সময়ের জন্য বন্ধুত্ব"-এ আহ্বানের মধ্য দিয়ে আজ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এক্স লিও পুনর্মিলনী। গাজীপুরের ষড়ঋতু ভিলেজে সাবেক লিও সদস্যদের এ মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ এক্স লিও ইন্টারন্যাশনাল ফোরাম।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত ও সাবেক লিও মাসুদ মান্নান, এস্ট্রজেনেকার রোগতত্ত্ব বিভাগের পরিচালক ডা. ফরহাদ আলী খান ও যুক্তরাষ্ট্র প্রবাসী এভিয়েশন বিশেষজ্ঞ পাইলট আহমেদুল ইসলাম পারভেজ। অনুষ্ঠানের শুরুতে স্মরন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম আনোয়ারুল হকসহ সংগঠনের প্রয়াত সদস্যদের।
দিনভর আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাবের সঙ্গীদের সঙ্গে আড্ডা, গল্প, বর্তমান জীবনের নানা কথা এবং স্মৃতিচারণ করে দিনটি উপভোগ করেন তারা। পুনর্মিলনীতে দেশে...