রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: এক কোটি ভিউ পেল “অভাগিনী মা”

এক কোটি ভিউ পেল “অভাগিনী মা”

এক কোটি ভিউ পেল “অভাগিনী মা”

বিনোদন, শিরোনাম
সম্প্রতি ইউটিউবে এক কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করলো চ্যানেল আই-এর টেলিফিল্ম অভাগিনী মা! এই অর্জনে উচ্ছ্বসিত টেলিফিল্মের নাট্যকার মানস পাল এবং পরিচালক গোলাম হাবিব লিটু। এ প্রসঙ্গে নাট্যকার মানস পাল বলেন, মানহীন নাম, অশ্লীল সংলাপে নাটকের দর্শক যখন বিরক্ত তখন অভাগিনী মা এর এই অর্জন সত্যিই আশাজাগানিয়া! ভালো গল্পের নাটক দর্শক যে দেখে এই টেলিফিল্ম তার প্রমাণ। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে, মদের নেশায় আসক্ত বাবার বেঁচে দেওয়া কন্যা একদিন ফিরে আসে এন জি ও কর্মী সেজে। সে জানতে চেষ্টা করে বাবা মা কতটা লোভী হলে তার সন্তানকে সামান্য কিছু টাকার বিনিময়ে বেচতে পারে? কিন্তু সে নিজের বাড়িতে এসে অন্য সত্যের মুখোমুখি হয়! সে না পারে নিজের পরিচয় মাকে দিতে, মা মেয়েকে চিনলেও না পারে বলতে তুই আমার মেয়ে। বাবা আর বেঁচে নেই। ছোট্ট দুইটা মেয়ে এবং পঙ্গু এক ছেলেকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয় তার মাকে তাই ধনী বা...