এনজিও খাতে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অক্সফ্যামের কর্মশালা
অক্সফ্যাম ইন বাংলাদেশের উদ্যোগ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর কারিগরি সহায়তায় কক্সবাজারে কর্মরত বিদেশি সহায়তা গ্রহণকারী উন্নয়ন সংস্থাগুলোর জন্য এনজিও খাতে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ মে, শনিবার কক্সবাজারের একটি হোটেলে দিনব্যাপী 'এনজিওখাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি প্রতিরোধ' শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ দামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা মোঃ মাসুদ বিশ্বাস।
এসময় প্রধান অতিথি মোঃ মাসুদ বিশ্বাস বলেন, 'দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠী অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে অর্থের প্রলোভনে খুব সহজেই সন্ত্রাসী কর্মকান্ডে উদ্বুদ্ধ করে থাকে। তাই...