
এবার গবেট চরিত্রে চিত্রনায়ক কায়েস আরজু
নানা মাত্রিক চরিত্র রূপায়ন শেষে এবার গবেট চরিত্রে রূপদান করছেন চিত্রানায়ক কায়েস আরজু। বেঙ্গল আই মাল্টি মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ও দেবাশীষ সরকার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "গবেট" এর নাম ভূমিকায় অভিনয়ের জন্য সোমবার চুক্তিবদ্ধ হলেন হালের ক্রেজ এই চিত্রনায়ক। ছবিটিতে আরজুর সাথে জুটিবদ্ধ হয়ে আসছেন শিরিন শিলা। আগস্টের প্রথম সপ্তাহে সিনেমাটির ক্যামেরা ওপেন করা হবে। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ন করা হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক বেঙ্গল আই মাল্টি মিডিয়ার স্বত্তাধিকারি এ কে এম গোলাম ছারওয়ার।
নতুন এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু বলেন, গবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে। এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে৷ আরো ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত "রুখে দাঁড়াও" ছবির পরিচালক দেবাশীষ দা'র মতো সিনিয়র ...