ও’ফ্যান্স ফেস্টিভ্যালে ক্রেতাদের জন্য অপো’র বর্ণিল আয়োজন
সারা জীবনের জন্য স্থায়ী স্মৃতি তৈরির বিষয়টি আমাদের জীবনে নতুন রঙ যোগ করে এবং যা অবশেষে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। বাংলাদেশের গর্ব অল-রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার স্মৃতির চেয়ে ভালো আর কী হতে পারে? এ বিষয়টিকে মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো একটি স্মার্ট লাইফকে উৎসাহিত করতে ’মেকিং মেমোরিস’ প্রতিপাদ্যে ও’ফ্যান্স ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এ ক্যাম্পেইনটি অপো ফ্যানদের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার এবং একটি স্মার্ট জীবনের জন্য আকর্ষণীয় ডিলসহ অপো ডিভাইসগুলো আপগ্রেড করার দুর্দান্ত সুযোগ নিয়ে আসে। তাই, এখনই সময় সর্বশেষ অপো ডিভাইসগুলো আপগ্রেড করার এবং জীবনে একবার এই সুযোগটি উপভোগ করার! এই উৎসব চলবে নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে।
অপো বাংলাদেশে এর কার্যক্রমের গত আট বছর ধরে এ স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি ইতিবাচক...