
ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেন্টারে মেটলাইফ-এর প্রিমিয়াম প্রদানের সুবিধা চালু
দেশের মানুষের জন্য বীমা সেবা আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে ওয়ান ব্যাংক লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এই চুক্তির ফলে মেটলাইফ গ্রাহকরা সারা দেশে ওয়ান ব্যাংকের একশো’রও বেশি এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে তাদের প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
২০১৫ সাল থেকে মেটলাইফ এর গ্রাহকরা ওয়ান ব্যাংক এর ১২৮ টি শাখা এবং উপ-শাখার মাধ্যমে প্রিমিয়াম প্রদানের সুবিধা পেয়ে আসছিলেন। এবার সেই সাথে যুক্ত হলো এজেন্ট ব্যাংকিং সেন্টার অর্থাৎ মেটলাইফ গ্রাহকরা এখন ওয়ান ব্যাংক এর যেকোন চ্যানেল – শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টার থেকে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
গ্রাহক সম্পূর্ণ বিনামূল্যে ওয়ান ব্যাংক এর শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টার থেকে প্রিমিয়াম প্রদান করতে পারবেন। আর প্রিমিয়াম প্রদানের সাথে সাথেই গ্রাহক পেয়ে যাবেন মানি রিসিট রশিদ এবং কনফার্মেশন এসএমএস।
...