
ওয়েসিস লায়ন্স ক্লাব এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
গত ২৯ অক্টোবর শনিবার, বেলা ১১টায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর যৌথ উদ্যোগে আয়োজিত হেনা আহমেদ হাসপাতাল, আলমপুর, হাঁসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ-এ এক পারিবারিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীর মাধ্যমে মুন্সিগঞ্জ হাঁসাড়া ইউনিয়নের চারটি গ্রামের দুইশত দরিদ্র পরিবারকে তিনটি করে (কাঠাঁল, বাতাবিলেবু ও পেয়ারা) মোট ৬০০টি গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ওয়েসিস লায়ন্স ক্লাব এর প্রাক্তন সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক লায়ন ইকবাল মাসুদ।
গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্ণর লায়ন ইঞ্জি.মোঃ আবদুল ওহাব, এমজেএফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ, এমজেএফ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি লায়ন জেলা প্রথম ভাইস গর্ভণর লা...