কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
আমাদের শিশুদের চোখ দিয়ে দেখা সত্যটা বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্র হোক শিশুদের জন্য। পাড়ায় পাড়ায় গরে উঠুক শিক্ষা প্রতিষ্ঠান,শিশুদের বিনোদণ কেন্দ্র। আমাদের দেশের শিশুরা অনেক মেধাবী বুদ্ধিমান। পড়ালেখার পাশাপাশি সারা দিন অন্যান্য ভালো কাজের মাধ্যমে শিশুদের সঠিক মানসিক বিকাশ সম্ভব। শিশুর মেধা ও বুদ্ধির বিকাশের জন্য এ সময়টা অনেক জরুরি। বাল্যবিয়ে, যৌনহয়রানি আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া কমানো ও দক্ষতা বাড়াতে পারলেই কেবল তারা দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে। কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে বলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।
আজ(সোমবার) বাংলাদেশ শিশু একাডেমির অডিটরিয়ামে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ এর আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
"কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদয...